রাজধানীর শ্যামলী থেকে ‘জাগো টিভি’ নামে অনিবিন্ধত একটি ইউটিউব চ্যানেলে ‘এমপি জ্যাকব ১১ বছরে ৪ হাজার কোটি টাকার মালিক’ শিরোনামে একটি অপপ্রচারমূলক মিথ্যা সংবাদ পরিবেশন করে। এর বিরুদ্ধে জ্যাকব শেরেবাংলা নগর থানায় আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৭/৫০৬)।
সেই মামলায় শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ‘জাগো টিভি’র বিভিন্ন কম্পিউটার সরঞ্জামসহ মুনতাসির বিল্লাহ, সজিব ও শাওন নামে তিনজনকে গ্রেফতার করে।
এমপি জ্যাকব জানান, পরিবেশিত সেই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অনিবন্ধিত চ্যানেল থেকে ভুয়া ও অপপ্রচারমূলক সংবাদ প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকার এবং রাজনৈতিক ব্যক্তিরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এএ