মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারের সময় বিল্লালের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, সোমবার (১৮ নভেম্বর) রাতে বিল্লালের কাছে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে তাকে আটক করতে উপজেলার দিঘিরপাড়া এলাকায় যান উপ-পরিদর্শক সিরাজ ও তার ফোর্স। এসময়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন বিল্লাল।
পরে আরও পুলিশ সঙ্গে নিয়ে বিল্লালকে নিজবাড়ি থেকে গ্রেফতার করেন নজরুল ইসলাম।
বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
কেএসডি