জেলার অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নেতৃত্বে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে জেলা শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিকেল থেকেই জেলার বিভিন্ন স্থানে বেশি দামে লবণ বিক্রি করছে বিক্রেতারা।
এ সময় বদরুল আলম মোল্লা জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা লবণের দাম বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়িয়েছে। দেশে পর্যাপ্ত লবণ রয়েছে। কেউ যেন গুজবে কান না দেয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।
অন্যদিকে জেলার মোস্তফাপুর, পাথুরিয়াপাড়সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বাড়তি দামে লবণ বিক্রির দায়ে তিন দোকানদারকে সর্বমোট আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরএ