ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রেষারেষি করে দল করা যায়, সু-সংগঠিত হওয়া যায় না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
‘রেষারেষি করে দল করা যায়, সু-সংগঠিত হওয়া যায় না’

বরিশাল: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, বর্তমান বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা ন্যায় বিচার পাবো না। আর এই অবৈধ সরকারের কাছ থেকে দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র উদ্ধার করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল নগরের সদররোডের দলীয় কার্যালয়ে রাজশাহীর উত্তর জেলা বিএনপির সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ আজ সব জায়গায় শঙ্কার মধ্যে জীবন-যাপন করছে।

দলের ভেতর রেষারেষি করে দল করা যায় কিন্তু সু-সংগঠিত হওয়া যায় না।

বিএনপি বরিশাল উত্তর জেলা শাখার সভাপতি মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন ও বরিশাল উত্তর জেলা বিএনপির সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯

এমএস/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।