জাতিসংঘের প্রধান অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার (২০ নভেম্বর) জাতিসংঘের স্থায়ী অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় মীমাংসার ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুদ বিন মোমেন।
এসময় তিনি বলেন, মীমাংসার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে। সেই কারণেই বাংলাদেশ ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
শান্তি প্রতিষ্ঠায় মীমাংসার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অবদান রয়েছে বলেও জানান তিনি।
‘রোহিঙ্গা সংকট সমাধানে রোহিঙ্গা কমিউনিটি, মিয়ানমারের সমাজ ও মিয়ানমার কর্তৃপক্ষের মধ্যে সংলাপ হতে পারে,’ বলেন মাসুদ বিন মোমেন।
এই সংকটের টেকসই সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা কমিউনিটির সঙ্গে মিয়ানমারের আলোচনার উদ্যোগ নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
টিআর/এসএ