বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস উপজেলার সদর ও গৈলা বাজারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে তাদের সহায়তা করেন স্থানীয় পুলিশের সদস্যরা।
এসময় পাটের বস্তার পরিবর্তে পলিথিন ব্যাগে মালামাল বিক্রি করার অপরাধে কৌশিক এন্টারপ্রাইজের মালিক মিলন হালদারকে দেড় হাজার টাকা, বেকারির খাদ্য-দ্রব্য খোলা রাখার অপরাধে লামিয়া স্টোরের মালিক ছালাম ফকিরকে দুই হাজার টাকা, টিনের দোকানের লাইসেন্স না থাকায় বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক গৌরাঙ্গ বিশ্বাসকে দুই হাজার টাকা, জরিমানা করা হয়।
অন্যদিকে, মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিক আশুতোষ মন্ডলকে দধি-মিষ্টির উপর ঢাকনা না দেওয়ায় পাঁচ হাজার টাকা, গৈলা বাজারে ক্রেতার কাছে বেশি মূল্যে লবণ বিক্রি করার অপরাধে চৈতী স্টোরের মালিক দিলীপ বিশ্বাসকে এক হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স ভদ্র স্টোরের মালিক সমীর ভদ্রকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সবমিলিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমএস/এসএ