বুধবার (২০ নভেম্বর) দুপুরে পটুয়াখালী বাস টার্মিনাল এলাকা থেকে বাস চলাচল শুরু হয়।
এর আগে, ভোর থেকে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে জেলার অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালীর বাসচালকরা বাংলানিউজকে বলেন, ভোর থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু দুপুরের দিকে কেন্দ্রীয় নেতারা আমাদের জানান- সড়ক আইন সংশোধনের বিষয়ে সরকার ভাবছে এবং জেলা প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করায় বাস চালানো শুরু করেছি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বাস মালিক পক্ষ সংগঠনের প্রশাসক জিয়াউর রহমান বাংলানিউজে বলেন, জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
** পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসআরএস