ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজমিস্ত্রিদের নিয়ে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
রাজমিস্ত্রিদের নিয়ে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা বসুন্ধরা সিমেন্টের কর্মশালা। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: নির্মাণ শিল্পীদের দক্ষতা-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে রাজমিস্ত্রিদের নিয়ে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত স্থানীয় ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন পলাশবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন।

বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার শহীদ হাসান এবং ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।

কর্মশালায় বসুন্ধরা সিমেন্টের রংপুর বিভাগের ডিএসআই হুমায়ুন কবির বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য দেশের আইকনিক প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, মাতারবাড়ি বিদ্যুৎ, পায়রাসেতু, কালনাসেতু, সাসেক রোড, ভুলতা ফ্লাইওভার, কালশী ফ্লাইওভার, রূপসা রেলসেতু, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মত বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

কর্মশালায় পলাশবাড়ী ছাড়াও জেলার গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর থেকে আসা ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।