এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, শনিবার বিকেলে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশনে থামে। একপর্যায়ে স্টেশনেই ট্রেনটির ইঞ্জিনের ব্যাটারিতে আগুনের সূত্রপাত হয়।
পরবর্তীতে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে যায়। প্রায় ১০ মিনিট পর আগুন পুরোপুরি নেভানো হয়। অগ্নিকাণ্ডে ট্রেনের ব্যাটারি পুড়ে গেছে। তাৎক্ষিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরএস/এইচজে