ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ভারত ফেনী নদীর পানি তুলে নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
‘ভারত ফেনী নদীর পানি তুলে নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি’

ফেনী: অভিন্ন নদী বিষয়ক পানি চুক্তির পরও ভারত সম্প্রতি ২৬টি পাম্প দিয়ে ফেনী নদী থেকে অতিরিক্ত পানি তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। নদী থেকে অতিরিক্ত পানি তুলে নেওয়ার এ বিষয়টি নজরদারিতে আনতে হবে বলে জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। 

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিরীন আখতার।  

মহাজোটের শরীকদল জাসদ’র কেন্দ্রীয় কমিটির এ সাধারণ সম্পাদক বলেন, ভারত ফেনী নদীর পানি তুলে নেওয়ায় আমাদের নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটাই আমার কথা। মানবিক কারণে তাদের খাবার পানি হিসেবে নদীর পানি ব্যবহারের জন্য পানি চুক্তি করা হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আমরা জাতীয় স্বার্থ বিকিয়ে যেতে দেবো না। এটাই আমাদের সাফ কথা। অতিরিক্ত পানি তুলে নেওয়ার বিষয় নজরদারিতে আনতে হবে।  

মতবিনিময় সভায় জেলার যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে শিরীন আখতার বলেন, ফেনীর সঙ্গে খাগড়াছড়ি, চট্টগ্রাম, রামগড় এলাকার সংযোগসেতু ঝুঁকিপূর্ণ শুভপুর ব্রিজ সংস্কার করা হবে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার সড়কগুলো ম্যাপিং করে অগ্রাধিকার ভিক্তিতে সংস্কার করা হবে।

ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন- ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও ফেনীর সময়’র ছাগলনাইয়া প্রতিনিধি মো. শেখ কামাল, সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব ও আজকের প্রতিক্রিয়া’র এবিএম নিজাম উদ্দিন, দৈনিক নয়া পয়গামের নুরুল আলম নিলু, প্রচার সম্পাদক এনায়েত উল্লাহ সোহেল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসএইচডি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।