রোববার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় শান্তাকে।
এর আগে শনিবার (২৩ নভেম্বর) সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে সে নিখোঁজ হয়।
উদ্ধার শান্তা ইসলাম সেবা সাভারের ব্যাংক কলোনী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে ব্যাংক কলোনী এ/৬৯ ওলিউল্লাহর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় টাঙ্গাইল মডেল স্কুল ৪র্থ শ্রেণিতে পড়ে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আর ফিরে আসে নি। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও আর সন্ধান মেলেনি তার। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করলে রাতে কুমিল্লা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানায় সেখানকার পুলিশ।
কুমিল্লা জেলার সদর কোওয়ালী থানার পরিদর্শক (ইন্সপেক্টর) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাভার থেকে নিখোঁজ শান্তা নামের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীকে প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়েছে। এসময় এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার শান্তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএমইউ