ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোংলায় পশুর নদীতে ট্রলারডুবি: এক মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
মোংলায় পশুর নদীতে ট্রলারডুবি: এক মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের মোংলার পশুর নদীর লাউডোব এলাকায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সুন্দর বিশ্বাস (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ট্রলারডুবি ঘটে। সুন্দর বিশ্বাস স্থানীয় লাউডোব এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বাংলানিউজকে বলেন, পশুর নদী পার হওয়ার সময় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে ওই ট্রলারটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় সুন্দর বিশ্বাস নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। এছাড়া অংশ নিয়েছে খুলনা থেকে আসা ডুবুরি দলও।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।