শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার নাছোপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান ওই গ্রামের বাসিন্দা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস বাংলানিউজকে জানান, শনিবার রাতে মাদ্রা বাজার থেকে বাড়ি ফিরছিলেন কৃষক সুলতান। পথে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি তাকে থামান। সেসময় একজন তার চোখে টর্চ লাইটের আলো মেরে ধরে রাখেন এবং অপরজন তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
আহতাবস্থায় সুলতান জানায়, তার সঙ্গে কারও শত্রুতা নেই এবং দুর্বৃত্তদের তিনি চিনতেও পারেননি।
ওই হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, সুলতানের মুখ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার একটি চোখ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসআরএস