রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি দুলাল মিয়া।
কর্মসূচিগুলো হলো- সোমবার (২৫ নভেম্বর) বিআরডিবি সদর কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি, মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, বুধবার (২৭ নভেম্বর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি মানা না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি।
লিখিত বক্তব্যে দুলাল মিয়া বলেন, ২০১২ সালে ইউসিসিএ কর্মচারীদের রাজস্বকরণ ও রাজস্বকরণ না হওয়ার আগ পর্যন্ত ৭০ শতাংশ বেতন অব্যাহত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত সাত বছরেও এ সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি। ফলে দুই হাজারেরও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এজন্য আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করেছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ ফেরদাউস, সিনিয়র সহ-সভাপতি আ. সহিদ, সহ-সভাপতি মীর ফজলুল হক, সহ-সম্পাদক সাচ্চু হোসেন, কোষাধ্যক্ষ শাকিল খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ডিএন/আরবি/