ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন কর্মসূচি ঘোষণা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
তিন কর্মসূচি ঘোষণা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের

ঢাকা: ইউসিসিএ কর্মচারীদের রাজস্বকরণ ও রাজস্বকরণ না হওয়ার আগ পর্যন্ত ৭০ শতাংশ বেতন অব্যাহত না রাখার প্রতিবাদে তিন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন (বিআরডিবি)।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি দুলাল মিয়া।

কর্মসূচিগুলো হলো- সোমবার (২৫ নভেম্বর) বিআরডিবি সদর কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি, মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, বুধবার (২৭ নভেম্বর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি মানা না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি।

লিখিত বক্তব্যে দুলাল মিয়া বলেন, ২০১২ সালে ইউসিসিএ কর্মচারীদের রাজস্বকরণ ও রাজস্বকরণ না হওয়ার আগ পর্যন্ত ৭০ শতাংশ বেতন অব্যাহত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত সাত বছরেও এ সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি। ফলে দুই হাজারেরও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এজন্য আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করেছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ ফেরদাউস, সিনিয়র সহ-সভাপতি আ. সহিদ, সহ-সভাপতি মীর ফজলুল হক, সহ-সম্পাদক সাচ্চু হোসেন, কোষাধ্যক্ষ শাকিল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।