রোববার (২৪ নভেম্বর) সকালে ফেসবুকের এক পোস্টে গুলশানের সাবেক ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের আসলেই গুলশানে আরেকটি ‘ওয়াকিং পার্ক’ দরকার। অবহেলিত ও অসমাপ্ত অবস্থাতেও এ জায়গাটি কম বয়সী মানুষে পরিপূর্ণ।
শিশুদের খেলাধুলা ও সুস্বাস্থ্যের জন্য এমন আরও খোলা জায়গা দরকার উল্লেখ করে রাদওয়ান মুজিব বলেন, সাবেক ওয়ান্ডারল্যান্ডকে কি একটি স্থায়ী ক্রীড়া কেন্দ্র করা যায় না?
এদিন আরেকটি পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উল্লেখ করে বঙ্গবন্ধুর নাতি জানান, বিশ্বে শারীরিকভাবে সক্রিয় শিশুদের মধ্যে বাংলাদেশিরা দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে একই গবেষণায় দেখা গেছে, প্রতি তিন জনের দুই জন শিশুই প্রতিদিন ন্যূনতম এক ঘণ্টাও শারীরিক কসরত করছে না।
ক্রীড়াপ্রেমী রাদওয়ান মুজিব নিজেও নিয়মিত ফুটবল খেলেন। এদিন সব বাবা-মাকে শিশুদের সবসময় জোর করে পড়তে না বসিয়ে রাখার আহ্বান তিনি। এছাড়া শিশুদের জন্য আরও বেশি খোলা জায়গা তৈরির পরামর্শ দেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব।
এদিকে, রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তরুণ সংগঠক ফারাজ করিম চৌধুরীও এ বিষয়ে সম্পূর্ণ একমত পোষণ করে বাংলানিউজকে বলেন, সব শ্রেণীর মানুষের খেলাধুলার জন্যে গুলশানের এ জায়গাটি (সাবেক ওয়ান্ডারল্যান্ড) সবসময় খোলা রাখা হোক।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
একে