ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বানারীপাড়ায় সিআইডির ভুয়া কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বানারীপাড়ায় সিআইডির ভুয়া কর্মকর্তা আটক

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে বেল্লাল হোসেন (২৮) নামে সিআইডির ভুয়া পরিচয়ধারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে আটক বেল্লালকে গ্রেফতার দেখিয়ে রোববার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাফর আহম্মেদ জানান, বরিশালের বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা প্রতারক বেল্লাল হোসেন ও চাখারের সাকরাল গ্রামের স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার আসামি শহিদুল ইসলাম বরিশাল কারাগারে একত্রে থাকার সুবাদে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে।

সস্প্রতি তারা জামিনে বের হয়।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাকরাল গ্রামে শহিদুল ইসলামের স্ত্রী সাদিয়ার বাড়িতে গিয়ে বেল্লাল হোসেন নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন। এ সময় বেল্লাল সাদিয়াকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।

বিষয়টি চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু জানতে পেরে পুলিশে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই প্রতারক বেল্লালকে আটক করে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বেল্লালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।