ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) ভোরে খিলক্ষেত থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযানে যান র্যাব সদস্যরা।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হন। তবে এদের মধ্যে মাদককারবারি ও অস্ত্র ব্যবসায়ী মিন্টু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দু’টি শর্টগান, ১০টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধ চলাকালে র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
পিএম/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।