ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিস্তল থেকে গুলি ছোড়া সেই সোহানের খোঁজে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
পিস্তল থেকে গুলি ছোড়া সেই সোহানের খোঁজে পুলিশ

নারায়ণগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে এক যুবককে খুঁজছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকার সোহান নামের ওই যুবককে ধরতে কয়েক দফায় তার বাড়িতে হানা দিলেও পাওয়া যায়নি।

প্রায় পাঁচ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সোহান তার হাতে থাকা একটি পিস্তল দিয়ে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়েন। পুলিশ নিশ্চিত হয়েছে, ভিডিওটি বেশ কয়েকদিন আগের।

তবে সোহান যেটা করেছেন, সেটা আইনগত দণ্ডনীয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সোহান স্থানীয় শাকিল নামের এক সন্ত্রাসীর অনুগামী। আর শাকিল হলেন কুতুবপুরের ডজনখানেক মামলার আসামি মীর হোসেন মীরুর কথিত ভাগ্নে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, সোহানকে ধরতে কয়েক দফা তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ অস্ত্রের উৎস কী সেটা উদঘাটনে কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।