ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দায়িত্বে অবহেলায় খুলনা আয়কর অফিসের পিয়ন বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
দায়িত্বে অবহেলায় খুলনা আয়কর অফিসের পিয়ন বরখাস্ত

খুলনা: দায়িত্বে অবহেলা করায় কর অঞ্চল খুলনার অফিস সহায়ক মো. আব্দুস সালামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায় এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেন।

খুলনা কর অঞ্চল সূত্র জানায়, সোমবার রাতে খুলনা কর অঞ্চলের সদরদপ্তরে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে পতাকা উত্তোলন ও অবনমনের দায়িত্ব পালন করেন অফিস সহায়ক মো. আব্দুস সালাম। কিন্তু সোমবার তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায় জানান, সোমবার রাতে যুগ্ম-কর কমিশনার মো. মঞ্জুর আলম পথ দিয়ে যাওয়ার সময় সদরদপ্তরের পতাকা উত্তোলিত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিকভাবে এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়।  

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।