ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ৭৫ দরিদ্র নারী তাঁতিকে অর্থ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
কুড়িগ্রামে ৭৫ দরিদ্র নারী তাঁতিকে অর্থ সহায়তা

কুড়িগ্রাম: কুড়িগ্রামে তাঁত শিল্পের সঙ্গে জড়িত ৭৫ দরিদ্র নারীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১০ হাজার টাকা করে সাত লাখ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেটের স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে দরিদ্র নারীদের হাতে সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

জার্মান সংগঠন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের আর্থিক সহায়তায় কুড়িগ্রামের স্থানীয় বেসরকারি সংগঠন সলিডারিটি ‘চরের জন্য প্রকল্পে’র মাধ্যমে ক্ষুদ্র তাঁত শিল্পে জড়িত পাঁচ হাজার দরিদ্র নারীর উন্নয়নে আর্থিক সহায়তার উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।