মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নাজমূল ইসলাম।
তিনি বলেন, সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলিস্তান এলাকার সুন্দরবন স্কয়ার মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতার মামুন গত ৬ নভেম্বর ‘ONE OF THE TOP TERRORS IN BANGLADESH’ নামে ছদ্মবেশে ‘tofailjoseph@gmail.com’ নামক আইডি থেকে অভিযোগকারীর স্ত্রীর অফিসিয়াল ইমেইলে হুমকি দিয়ে অর্থ দাবি করেন।
ইমেইলে ‘China Guangfa Bank Account CBG: 6214 62212100 5979 755’ তে চাইনিজ মুদ্রায় ১০০০০০ আরএমবি সমমান অর্থ গুলশান এলাকার যেকোনো হুন্ডি এজেন্টের মাধ্যমে যতো দ্রুত সম্ভব পাঠানোর জন্য বলেন। মেইল প্রেরণকারী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয়।
পরবর্তীকালে এমন অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগের একটি টিম প্রাযুক্তির সহায়তায় আইপি বিশ্লেষণের মাধ্যমে এই ভুয়া ইমেইলকারী মামুনকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছে থেকে একটি ল্যাপটপ ও ইমেইল জব্দ করা হয় বলেও জানান এডিসি নাজমূল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
পিএম/টিএ