ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘২০৪১ সালের মধ্যে প্রতিটি গ্রাম হবে শহর’  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
‘২০৪১ সালের মধ্যে প্রতিটি গ্রাম হবে শহর’  

ফেনী: ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক ও সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় আগামী ২০৪১ সালের মধ্যে প্রতিটি গ্রাম হবে শহর। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার তুলাবাড়িয়ার চেওড়িয়া বটতলায় জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ‘মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান’র উদ্বোধনে এসব কথা বলেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে এলাকাবাসীর উদ্দেশ্যে ওয়াহিদুজজামান বলেন, গ্রামের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সবাই মিলেমিশে একযোগে কাজ করবেন।

গ্রামের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।

মানবিক মূল্যবোধ ও নতুন প্রজন্ম প্রসঙ্গে বলতে গিয়ে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদসহ বিভিন্ন ধরনের অবক্ষয় থেকে দূরে রাখতে হলে তাদের নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর ও স্বপ্নময় বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে আপনার, আমার সবার ভূমিকা রাখতে হবে।

জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও প্রশিক্ষক শান্তি রঞ্জন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে জান্নাত আরা যুথি বলেন, মাদকাসক্তি, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন রোধে শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সারাদেশে ‘মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান’র আয়োজন করছে শিল্পকলা একাডেমি।

পরে অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক এফ রহমান মিলনের সঞ্চালনায় ফেনীর শিল্পকলা অঙ্গনের শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৯
এসএইচডি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।