রোববার (২৫ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
বোরহান নরসিংদী জেলার মনোহরদীর উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের আলী আকবরের ছেলে।
বোরহানের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরে রাতের খাবার শেষে সহকর্মীকে নিয়ে ঘুমিয়ে পড়েন বোরহান। রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লেগে তা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় বোরহান ও তার এক সহকর্মীর মৃত্যু হয়।
খবর পেয়ে সেখানে থাকা বোরহানের গ্রামের প্রতিবেশী মহর আলী ঘটনাস্থলে গিয়ে বোরহানের মরদেহ শনাক্ত করেন। পরে বাংলাদেশে বোরহানের পরিবারকে তিনি বিষয়টি জানান। তবে বোরহানের সঙ্গে মারা যাওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।
বোরহানের চাচা আবু তাহের ছিদ্দিকী বাংলানিউজকে জানান, পারিবারিক স্বচ্ছলতা আনতে প্রায় চার বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে যান বোরহান। পরে সেখানে তিন বছর চাকরি শেষে ছুটি নিয়ে দেশেও আসেন তিনি। দেশে এসে বিয়ে করে দুই মাস পর আবারও ফিরে যান সৌদি আরবে।
এদিকে নববিবাহিতা বোরহানের স্ত্রী লিজা স্বামীর এ অকাল মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন।
লিজা বাংলানিউজকে বলেন, বিয়ের দুই মাসের মাথায় কর্মস্থল বিদেশে ফিরে যান আমার স্বামী। মাত্র দুই মাস সংসার আমরা করেছি। এরই মধ্যে আমার স্বামীকে আল্লাহ নিয়ে গেলো। আমি শেষবারের মতো তার মুখটা দেখতে চাই। তাই আমার স্বামীর মরদেহটি দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বোরহানের মা-বাবাও। তারা মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চাচ্ছেন।
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস