মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সওজ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মো. মাহবুবর রহমান ফারুকীর এ অভিযান পরিচালনা করেন।
বাংলানিউজকে মাহবুবুর রহমান ফারুকী বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয়পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে দুপুরে পাকিজা গার্মেন্টসের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বাধা দেন কারখানাটির কর্মকর্তা ও শ্রমিকরা। পরে আমরা সেই কারখানাকে পাঁচ দিনের সময় বেধে দেই। আগামী পাঁচদিনের মধ্যে কারখানার কর্তৃপক্ষ যদি সড়কের জমি থেকে না সরে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
** সাভারে মহাসড়কের দু’পাশে ৭ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস