ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেবার মান বাড়াতে থানার ওসিদের প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
সেবার মান বাড়াতে থানার ওসিদের প্রশিক্ষণ

ঢাকা: থানায় কর্মরত অফিসারদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে থানার সেবার মান বাড়ানো সম্ভব। এ বিষয়টি মাথায় রেখে পর্যায়ক্রমে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে থানার ওসিদের নিয়ে এ সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জনগণকে অধিকতর আইনি সেবা দেওয়ার জন্য ওসিদের পর্যায়ক্রমে এ বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ কর্মসূচির আওতায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

এ কর্মশালায় মোট সাতটি সেশনে পিআরবি, সিডিএমএস, তথ্য সংগ্রহ, পুলিশের ইমেজ বাড়ানো, পুলিশ মিডিয়া সম্পর্ক, গুজব, সাইবার ক্রাইম, নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশকে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের দ্রুততম সময়ে সেবা দিতে হবে।

পুলিশকে জনগণের কাছে যেতে এবং জনগণের পুলিশ হতে বিভিন্ন নিদের্শনা দেন তিনি।

তিনি আরও বলেন, থানা হলো পুলিশি সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। থানায় কর্মরত পুলিশ সদস্যদের জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বাংলাদেশ পুলিশকে গণমুখী তথা জনগণের পুলিশে পরিণত করাই এ কর্মশালার লক্ষ্য।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।