ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে খাদ্য গুদাম থেকে নিম্নমানের ৭৪ বস্তা চাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
কুড়িগ্রামে খাদ্য গুদাম থেকে নিম্নমানের ৭৪ বস্তা চাল জব্দ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর খাদ্য গুদাম থেকে নিম্নমানের ৭৪ বস্তা চালসহ একটি ট্রলি জব্দ করেছে পু‌লিশ। জব্দকৃত চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের ২০১৬, ১৭ ও ১৮ সালের সিল মোহর থাকায় স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চাইলে চালসহ ট্রলি জব্দ করে পু‌লিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উলিপুর খাদ্য গুদাম চত্বর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। এসময় গুদাম কর্মকর্তাসহ চাল মালিক কৌশলে পালিয়ে যান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উলিপুর খাদ্য গুদামে তিনটি ট্রলি ভর্তি চাল ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মনোয়ারুল ইসলামের উপস্থিতিতে শ্রমিকরা তাড়াহুড়ো করে খালাসের সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ৯৯৯ নম্বরে কল করলে উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক‌টি ট্র‌লিসহ ৭৪ বস্তা চাল দেখতে পায়। পরে বস্ত খুলে দেখা যায়, সেগুলো নিম্নমানের। পু‌লিশ আসার আগে দু’টি ট্রলি, চালের মালিক ও ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা ‌কৌশলে পালিয়ে যায়।

উলিপুর থানার এসআই মশিউর রহমান বাংলা‌নিউজকে জানান, অফিস শুরু হওয়ার আগে সরকারি গুদামে কেন নিম্নমানের চাল তোলা হচ্ছে, তা শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা সদুত্তর দিতে পারেননি। এসময় সেখান থেকে ৩০ কেজি ওজনের ৭৪ বস্তা চালসহ একটি ট্রলি জব্দ করা হয়।

অফিস শুরুর আগে চাল তোলার কারণ জানতে চাইলে উ‌লিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার আমার দায়িত্ব হস্তান্তরের কথা। সে কারণে গুদামের মজুদ ঠিক করছিলাম।  

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোয়াজ্জেম হোসেন বাংলা‌নিউজকে জানান, ৯৯৯ থেকে কল আসায় সেখানে পুলিশ পাঠানো হয়। গুদামের ভেতর থেকে মালিকবিহীন ট্রলিবোঝাই চাল জব্দ করা হয়েছে। চালের প্রকৃত মালিকের খোঁজখবর নেওয়া হচ্ছে।

উ‌লিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের বাংলা‌নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘন্টা, নভেম্বর ২৭, ২০১৯
এফইএস/ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।