বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মিলগেটের প্রবেশমুখে কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) একই দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার মিলগেটে ফটকে শ্রমিকরা অবস্থান নিলেও রাজশাহী-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, সকাল থেকে প্রতীকী অনশন কর্মসূচির পাশাপাশি সেখানে সমাবেশ হচ্ছে। সামবেশ থেকে জুটমিল শ্রমিকরা জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়ন, সরকারি বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি এফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি জানান।
রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন- রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএস/এএটি