ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ ডা. মিলনের আত্মত্যাগ বৃথা নয়: বিএসএমএমইউ উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
শহীদ ডা. মিলনের আত্মত্যাগ বৃথা নয়: বিএসএমএমইউ উপাচার্য বক্তব্য রাখছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। ছবি: বাংলানিউজ

ঢাকা:  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বাংলাদেশের গরিব, দুঃখীসহ আপামর জনসাধারণ তথা এ দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়ন ও স্বাস্থ্যসেবা কর্মসূচিসমূহ বাস্তবায়নের মাধ্যমে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মা শান্তি পেতে পারে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৯ তম মৃত্যুবার্ষিকীতে টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন চত্বরে তার স্মরণসভায় বিএসএমএমইউ উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বাংলাদেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে সঠিকভাবে দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদনই হবে শহীদ ডা. মিলনের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা এবং সেলক্ষ্যে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাই।

উন্নয়নের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশে আসাম্প্রদায়িক চেতনাকেও সমুজ্জ্বল রাখতে দেশবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।

এর আগে বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে ও টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন চত্বরে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ উপস্থিত থেকে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় শহীদ ডা. মিলনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। একই স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।