ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্ষকের ১০ বছর কারাদণ্ড, সহায়তাকারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
ধর্ষকের ১০ বছর কারাদণ্ড, সহায়তাকারীর যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষকের ১০ বছর এবং সহায়তাকারী যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দু’জনকেই ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতি এ মামলার রায় দেন।

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন- কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের কৌতুক শেখের ছেলে ধর্ষক সাদ্দাম হোসেন (২৮) এবং বহলা গোবিন্দপুর গ্রামের কুড়াল শেখের ছেলে সহায়তাকারী ফিরোজ হোসেন (৩২)।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাপ্পী জানান, ২০১৪ সালের ১৩ আগস্ট কুমারখালী থানায় করা ধর্ষণ মামলায় ধর্ষক সাদ্দাম হোসেনকে ১০ বছরসহ ১ লাখ টাকা জরিমানা এবং সহায়তাকারী ফিরোজ হোসেনকে যাবজ্জীবনসহ ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।