ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইএসের টুপি বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
আইএসের টুপি বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা: হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে দুজনের মাথায় আইএসের প্রতীক সম্বলিত কালো টুপির বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রি. জে. মোস্তফা কামাল পাশা।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলানিউজকে একথা জানান তিনি।

আইজি প্রিজন বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি পরা আমরা মিডিয়াতে দেখেছি।

এ বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের রিপোর্ট দেবে তারা।  

বাংলাদেশের সব কারাগারকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।