ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জন্মনিবন্ধন কার্ড বানাতে গিয়ে ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
জন্মনিবন্ধন কার্ড বানাতে গিয়ে ভারতীয় নাগরিক আটক ভারতীয় নাগরিক কার্তিক আচার্য্য

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদে বুধবার দুপুরে জন্মনিবন্ধন কার্ড বানাতে গিয়ে ধরা পড়েছেন কার্তিক আচার্য্য (২৮) নামের এক ভারতীয় নাগরিক।

জানা গেছে, বাংলাদেশী নাগরিক পরিচয় দিয়ে ভারতীয় নাগরিক কার্তিক আচার্য্য বুধবার দুপুরে উত্তর যশপুর গ্রামের জানু মিয়া নামের এক লোকের সঙ্গে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন কার্ড বানাতে যান। এসময় সন্দেহ হলে ইউপি চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন বাদশা চৌধুরী ভারতীয় নাগরিক কার্তিক আচার্য্যকে আটক করে ছাগলনাইয়া থানার পুলিশের নিকট সোপর্দ করেন।

চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন বাদশা চৌধুরী বাংলানিউজকে জানান, উত্তর যশপুর গ্রামের জানু মিয়া নামের এক লোক ওই ভারতীয় নাগরিককে জন্মনিবন্ধন কার্ড বানানোর জন্য তার অফিসে নিয়ে আসেন।

ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আদিল মাহমুদ বাংলানিউজকে বলেন, জীবিকার সন্ধানে দুই থেকে আড়াই বছর পূর্বে কার্তিক খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। দীর্ঘদিন যাবত তিনি ছাগলনাইয়া ও রামগড় এলাকায় সিএনজি অটোরিক্সা চালাতেন। কার্তিক ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম জেলার বংকুল থানার মনুবংকুল গ্রামের মতিলাল আচার্য্যের ছেলে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএইচডি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।