বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের মুকুল সিনেমা হল রোড এলাকার খান মহলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ৭০ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।
পটুয়াখালী সিকদার স্টোরের মালিক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তীর্থজিত রায়। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পৌরসভার সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের বরিশাল ডিভিশনের সিনিয়র ম্যানেজার (সেলস) কবির আহম্মেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশালের বাউফল উপজেলার কাশিপুর এলাকার শাহীন এন্টারপ্রাইজের মালিক মো. শাহীন মিয়া, বাউফলের মিলঘর এলাকার সিফাত এন্টারপ্রাইজের মালিক মো. শফিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের এরিয়া সেলস ম্যানেজার পটুয়াখালী মো. সাইফুল আলম, টেরিটরি সেলস ম্যানেজার (পটুয়াখালী সদর) মো. মশিউর রহমান, প্রকৌশলী মামুনুর রশিদ ও মো. মাসুম বিল্লাহ ও কিং ব্র্যান্ড সিমেন্টের কর্মকর্তারা। এছাড়াও সভায় বরিশালের কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলার, রিটেইলাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘নির্মাণের কারিগর সুস্থ থাকুন জীবনভর’ এ স্লোগানে সভায় উপস্থিত রাজমিস্ত্রিদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
রাজসভা অনুষ্ঠানে বক্তারা কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মজবুত বাড়ি বা স্থাপনা নির্মাণে কিং ব্র্যান্ড সিমেন্ট দেশের সর্বত্র প্রশংসা কুড়িয়েছে। ফলে দিনে দিনে এর চাহিদাও বাড়ছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে র্যাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া রাজসভা শেষে উপস্থিত ৭০ জন রাজমিস্ত্রির সবাইকে উপহার সামগ্রী দেওয়া হয় এবং উপস্থিত সবার সম্মানে রাতের খাবারের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
আরআইএস/