ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইএলও’র শত বার্ষিকীতে চলছে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
আইএলও’র শত বার্ষিকীতে চলছে সেমিনার সেমিনারে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) ১০০ উদযাপন করছে সংস্থাটি।

আন্তর্জাতিক এ শ্রম সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সেমিনারের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‌ন্যাশনাল ‘ডায়ালগ অন দ্য ফিউচার অব ওয়ার্ক’ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

 

আইএলও’র শততম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সেমিনারে আরও উপস্থিত রয়েছেন আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেন, আইএলও’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর পানুড্ডা বুনপালাসহ বিভিন্ন দাতা সংস্থা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।