ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়র হানিফের কবরে পুষ্পমাল্য অর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
মেয়র হানিফের কবরে পুষ্পমাল্য অর্পণ

ঢাকা: মেয়র মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেছে নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর আজিমপুর কবরস্থানে মেয়রের কবরে তারা এই পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িক শাকিল খান, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অভিনেত্রী তারিন জাহান প্রমুখ।

পুষ্পমাল্য অর্পণ শেষে তারা বলেন, উদার চিন্তা-চেতনা ও সংবেদনশীল মনোভাবের কারণে মেয়র মোহাম্মদ হানিফ ছিলেন দলমত নির্বিশেষে সব মানুষের নেতা। সবার কাছেই তার গ্রহণযোগ্যতা ছিল অসামান্য। তার জীবন ছিল কর্মময়, ধ্যান-ধারণা ছিল অত্যন্ত সুন্দর, ব্যক্তিগত চরিত্রে ছিল সজ্জন এবং সততা সৌরভে উজ্জ্বল। তিনি নগরবাসীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ঢাকার প্রথম মেয়র।

তারা বলেন, নিজ বিশ্বাসে অটল থাকা এবং তা অকপটে প্রকাশ করতে পারা, এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন মেয়র মোহাম্মদ হানিফ। প্রয়াত এই মেয়র ধার্মিক মুসলমান। তিনি তার প্রিয় ঢাকা নগরীকে ইসলামী স্থাপত্য কলায় সাজিয়ে তুলতে কাজ করেছেন।

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন মোহাম্মদ হানিফ। তিনি ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তার ছেলে মোহাম্মদ সাঈদ খোকন পিতার আদর্শ ধারণ করে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এইচএমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।