ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তন: ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
জলবায়ু পরিবর্তন: ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণের দাবি

রাজশাহী: জলবায়ু পরিবর্তনের ফলে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। 

এ দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে।

সনাকের মহানগর শাখা এ কর্মসূচি পালন করে।  

মানববন্ধন থেকে স্পেনের মাদ্রিদে আসন্ন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে আছে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো। অথচ এ দেশগুলো পরিবেশ দূষণ কম করে। তাই এ দেশগুলোকে বাঁচাতে হলে আসন্ন কপ-২৫ সম্মেলনে ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।  

এসময় উপস্থিত ছিলেন- সনাকের রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক দীপকেন্দ্রনাথ দাস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এরিয়া ম্যানেজার মনিরুল হক, সনাকের সদস্য শফিউদ্দীন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।