ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়ে বোনের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে: নুসরাতের ভাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
রায়ে বোনের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে: নুসরাতের ভাই

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের ৮ বছরের সাজা ঘোষণায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভাই সন্তোষ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নুসরাতের ভাই রাশেদুল হাসান রায়হান কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়হান বলেন, রায়ে আমরা সন্তুষ্ট।

এ রায়ের ফলে নুসরাতের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।

রায় ঘোষণার সময় আদালতকক্ষে নুসরাতের ভাই রায়হান ও নুসরাতের মামা সৈয়দ সেলিম উপস্থিত ছিলেন।

সৈয়দ সেলিম বলেন, সঠিক সময়ে ওসি যথাযথ ব্যবস্থা নিলে হয়তো আজ নুসরাতকে জীবন দিতে হতো না। ওসি মোয়াজ্জেমের এ শাস্তি প্রাপ্য ছিল। রায়ে আমরা সন্তুষ্ট।

***ওসি মোয়াজ্জেমের রায়ে খুশি নুসরাতের পরিবার
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ