ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিটুবি ই-কমার্স সাইট ‘অফিসক্লিক’র যাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
বিটুবি ই-কমার্স সাইট ‘অফিসক্লিক’র যাত্রা

ঢাকা: মালয়েশিয়াভিত্তিক স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান অরওজ্যানিক অফিস সলিউশনস সম্প্রতি ই-কমার্স সাইট অফিসক্লিকডটকমের উদ্বোধন করেছে। 

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন এ ই-কমার্স সাইট অফিসক্লিকডটকমের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রয়োজনীয় অফিস ব্যবহার সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে ওয়ানস্টপ সেবা পাবে।

অনুষ্ঠানের শুরুতেই অরওজ্যানিক রিসোর্সেস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএইচএ আল রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম (এনডিসি) তার মূল্যবান বক্তব্যে অফিসক্লিক কর্তৃপক্ষকে অভিনব ই-কমার্স সাইট উদ্বোধন করার জন্য অভিনন্দন জানান।

এসময় অফিসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রেজাউল্লাহ হাশমী বলেন, ‘দেশের ক্রমবর্ধমান ই-কমার্স সেবার পরিসরে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য সময়মতো এবং সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে বিশ্বমানের সেবা
নিশ্চিত করা। ’ তিনি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অফিসক্লিকের বিশেষ সুবিধাগুলো তুলে ধরেন।

মালয়েশিয়াভিত্তিক স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান অরওজ্যানিক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান অফিসক্লিক। অফিসক্লিকের ওয়েবসাইটে যেকোনো প্রতিষ্ঠান বিনামূল্যে নিজস্ব অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় অফিস সামগ্রী (স্টেশনারি পণ্য, কিচেন সামগ্রী, পরিছন্নতার পণ্য, আইটি সামগ্রী) এবং অফিসের সলিউশনস (স্ক্যানিং, ডিজিটাইজিং, ডাটা আরকাইভিং, ডিএমএস) সেবা নিতে পারবে।

অফিসক্লিকের ওয়েবসাইটে রেজিস্টার করা প্রতিষ্ঠান তার ক্রয় করা পণ্যের তথ্য বিশ্লেষণ দ্বারা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। বর্তমানে ঢাকা এবং চট্টগ্রামে অফিসক্লিকের নিজস্ব ওয়্যারহাউস রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।