ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ‘পুষ্পকানন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ফেনীতে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ‘পুষ্পকানন’

ফেনী: ফেনী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ফুলের বাগান করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গাছের চারা লাগিয়ে বাগানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
 
জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে।

সবুজ বাংলাদেশ গড়তে নিজেদের উদ্যোগী হওয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের শুধু বৃক্ষরোপন নয়, তাদের পরিচয় জানতে, রোপিত বৃক্ষের পরিচর্যা ও যত্ন নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, জীবন ও জীবিকার সঙ্গে গাছপালা ওতপ্রোতভাবে জড়িত।

জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের প্রতিটি জেলায় একটি করে ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’ হচ্ছে। এরই অংশ হিসেবে ফেনী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৭শ’টি ফুলের চারা লাগিয়ে এ বাগান করা হয়।

তিনি আরও জানান, এতে ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী একটি করে ফুলের চারা রোপণ করে। প্রতিটি চারার পাশে নিজেদের নাম লেখা রয়েছে। এছাড়া শিল্পকলা প্রাঙ্গণে আরও ৭শ প্রজাতির ফুল গাছের চারা রোপণ করা হয়।

গাছের চারা রোপণ করার পর উৎফুল্ল শিক্ষার্থীরা। তারা জানায়, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে একটি ভালো উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমরা খুব খুশি। ’

এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য শান্তি রঞ্জন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথসহ সাংস্কৃতিক সংগঠক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।