আর পুলিশও নারীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে দাবি করেন আইজিপি।
শুক্রবার (২৯ নভেম্বর) ‘১৬ ডেজ অ্যাকটিভিজম অরেঞ্জ দ্যা ওয়ার্ল্ড’ শীর্ষক এক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারী।
রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে জাবেদ পাটোয়ারী বলেন, ৯৯৯ চালুর পর এখন পর্যন্ত প্রায় দুই কোটি কল আমরা পেয়েছি। এর মধ্যে ৪০ শতাংশ কলই করেছেন নারীরা। এসব কলের ভিত্তিতে প্রায় ৫৮ লাখ নাগরিকদের আমরা বিভিন্ন ধরনের সেবা দিয়েছি। সেবা গ্রহীতার মধ্যে বেশিরভাগই নারী। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য আছে আমাদের। ৯৯৯ এ কল পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে পদক্ষেপ নিয়েছি।
বাংলাদেশ পুলিশেও দিনদিন নারী সদস্যের সংখ্যা বাড়ছে উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে নারী সদস্যের সংখ্যা দিনদিন বাড়ছে। এখন ১৫ হাজার নারী কাজ করেন পুলিশে। পুলিশের সাধারণ বিভাগ ছাড়াও ইমিগ্রেশন, ট্রাফিক, কাউন্টার টেরোরিজম কোথায় নেই তারা? আছেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও। আফ্রিকার দুর্গম এলাকায় কাজ করছেন তারা। দেশের জন্য বয়ে আনছেন গর্ব ও সম্মান।
আইজিপি আরও বলেন, আমরা জনবান্ধব পুলিশ হতে চাই, আপনাদের পুলিশ হতে চাই।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে রহমত উল্লাহ, অপরাজিতা হক, ক্রিকেটার সাকিব আল হাসানসহ অন্যরা। ।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসএইচএস/জেডএস