ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে কথিত জ্বিনের বাদশা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
বরিশালে কথিত জ্বিনের বাদশা আটক

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় হারেজ সরদার নামে কথিত এক জ্বিনের বাদশাকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (২৯ নভেম্বর) গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে অভিযোগের ভিত্তিতে উপজেলার কটকস্থল (সাউদেরখালপাড়) এলাকা থেকে তাকে আটক করা হয়।

হারেজ কটকস্থল গ্রামের সিরাজ সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে হারেজ তার সহযোগিদের নিয়ে নিজ মোবাইল ফোনে কণ্ঠ পরিবর্তন করে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার কাজ করছিলেন। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে তাকে আটক করে। প্রাথমিকভাবে হারেজ তার অপকর্মের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। পাশাপাশি তিনি কন্ঠ পরিবর্তন করে কথা বলেও শুনিয়েছেন।

এ ঘটনায় শুক্রবার প্রতারণার শিকার ও গৌরনদীর বাসিন্দা আকবর আলী মীর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে হারেজকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।