ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এনআরসি নিয়ে আমাদের অঙ্গীকার করেছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এনআরসি নিয়ে আমাদের অঙ্গীকার করেছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে দেশটি আমাদের অঙ্গীকার করেছে। তারা বলেছে, এনআরসি নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না। আমরা তাদের বিশ্বাস করতে চাই। 

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ‘১৬ ডেজ অ্যাকটিভিজম-অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে  (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে আমরা মামলা করিনি। মামলা করেছে গাম্বিয়া। তবে আমাদের লোকজন গাম্বিয়াকে এ বিষয়ে উৎসাহিত করবে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, এ কে রহমত উল্লাহ, অপরাজিতা হক, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিদসেল ব্লেকেন এবং সুইডেনের রাষ্ট্রদূত চারলতা স্কলাইটার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিকেলে সমপনী পর্বে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।