ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাবি মানার পরও নৌ-যান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট অযৌক্তিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
দাবি মানার পরও নৌ-যান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট অযৌক্তিক

ঢাকা: সব দাবি-দাওয়া মেনে নেওয়ার পরও নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটকে অযৌক্তিক বলছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি বন্ধ, নাব্য সংকট দূর করাসহ ১১ দফা দাবিতে ২৯ নভেম্বর মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেওয়া নৌ-যান শ্রমিক ফেডারেশন। এরফলে মধ্যরাত থেকে ঢাকার সদরঘাটসহ অন্য নৌরুটে নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা রয়েছে।

 

শ্রম মন্ত্রণালয়ের জনযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম রাতে এক বিবৃতিতে জানায়, গত ২৭ নভেম্বর নৌ-যান শ্রমিক ফেডারেশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় তাদের সব দাবি মেনে নেওয়া হয়। এরপরও নৌ-যান শ্রমিক ফেডারেশনের আহুত ধর্মঘট অযৌক্তিক।  

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।