ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে দুর্যোগকালীন সংবেদনশীলতা নি‌য়ে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
কুড়িগ্রামে দুর্যোগকালীন সংবেদনশীলতা নি‌য়ে কর্মশালা কর্মশালা, ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে দুর্যোগকালীন সংবেদনশীলতা পরিস্থিতি তৈরিতে সাংবাদিক ও স্থানীয় সংগঠনের ভূমিকা শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে স্থানীয় আফাদ কনফারেন্স কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিডি পরিবার পরিকল্পনা ডা. নজরুল ইসলাম, নারী সংগঠনের সভাপতি ছবি বেগম, নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, এলনা প্রকল্পের পিএম শচীন চন্দ্র সরকার প্রমুখ।

জরুরি দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তাদানকারী প্রতিষ্ঠান ও জেলার গণমাধ্যমকর্মীদের দায় দায়িত্ব নিয়ে আগাম পরিকল্পনা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা চলবে।

বেসরকারি সংগঠন নারীর (নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ) আয়োজনে, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায়, অক্সফাম বাংলাদেশের অর্থায়নে স্থানীয় সাতটি সংগঠন নিয়ে এলনা (অ্যাম্পাওয়ারিং লোকাল  অ্যান্ড ন্যাশনাল হিউম্যানিটারিয়ান অ্যাক্টরস) কুড়িগ্রামের পাঁচটি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছ।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ন‌ভেম্বর ৩০, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।