ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্মঘটের প্রভাব নেই পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাটে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ধর্মঘটের প্রভাব নেই পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাটে 

মানিকগঞ্জ: বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা দাবি বাস্তবায়নে ডাকা ধর্মঘটের কোনো প্রভাব নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি এই দুই নৌরুটে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না-লাল নন্দী বাংলানিউজকে বলেন, আমাদের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে নৌযান শ্রমিক ফেডারেশনের কোনো শাখা নেই।

যার কারণে কোনো নির্দেশ না থাকায় পূর দমে দুই নৌরুটে লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিএ আরিচা ঘাট শাখার সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট এ দুই নৌরুটে ধর্মঘটের প্রভাব নেই। দুপুরের পর থেকে লঞ্চে যাত্রী পারাপারের চাপ বেড়েছে। এই দুই নৌরুটে ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।