ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রেললাইনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
সৈয়দপুরে রেললাইনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেললাইনের দু’পাশের পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সৈয়দপুর রেলওয়ে থানা ও রেলপথ বিভাগের সম্বনিত অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, পুরাতন শীত বস্ত্রের দোকানসহ সৈয়দপুর স্টেশন এলাকা থেকে ১২৬ নম্বর রেলগেট পর্যন্ত রেললাইনের দু’পাশের অস্থায়ী, ভ্রাম্যমাণ দোকানপাট বসিয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছিল ব্যবসায়িরা।

এতে রেললাইনের পাথর, স্লিপারের ব্যাপক ক্ষতি হচ্ছে। সৈয়দপুর রেলপথ বিভাগের পরিদর্শনের পর এমন বার্তা পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তার পুলিশ বাহিনী নিয়ে রেললাইনের দু’ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযাননে অবৈধভাবে গড়ে ওঠা টিনশেড ঘর, আধাপাকা মার্কেট, রেডিমেড জামাকাপড়ের দোকান, পুরাতন কাপড় দোকান ঘর, বাঁশের বাজার, হোটেল, দর্জি, পান, ফল মিলে ছোট-বড় প্রায় পাঁচ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ওসি এমদাদুল হক বাংলানিউজকে জানান, দেশে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে এ রুটে হাইস্পিড ট্রেন চলাচল করছে। তাই রেললাইনের প্রতি কঠিন নজর রাখা হয়েছে। রেললাইনের ঝুঁকি এড়াতে সীমারেখা পর্যন্ত কাউকে কোনো পসরা কিংবা দোকান বসানোর সুযোগ দেওয়া হবে না। এর কারণে, এ অভিযান অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।