ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় অস্ত্রসহ দস্যু জামাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
হাতিয়ায় অস্ত্রসহ দস্যু জামাল আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচটি ধারালো অস্ত্র সহ  মো. জামালকে (৪৫) নামে এক দস্যুকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড।

রোববার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার গুল্লাখালী খাল থেকে ওই দস্যুকে আটক করা হয়।

হাতিয়া কোস্টগার্ড জানায়, দস্যু জামালের নেতৃত্বে একদল ডাকাত হাতিয়া গুল্লাখালিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মো. জামালকে পাঁচটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

হাতিয়া কোস্টগার্ডের উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, জামাল তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে হাতিয়ায় নদীতে তারা ডাকাতি করে আসছে। রোববার ভোরে গুল্লাখালিতে ডাকাতির প্রস্তুতি নিলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে থানায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।