ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিসিজেএসএসর চিফ কালেক্টরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
পিসিজেএসএসর চিফ কালেক্টরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের চিফ কালেক্টর বিক্রম চাকমার (৩৯) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা সদরের মগবান ইউনিয়নের বরাদম এলাকার আওলাদ বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ জানায়,  রোববার ভোরে  মগবান ইউনিয়নের বরাদম এলাকার আওলাদ বাজারে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

তবে কাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে তা পুলিশ কিংবা স্থানীয়রা জানাতে পারেনি। পরে দুপুরে স্থানীয়রা গুলিবিদ্ধ এবং কোপানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

একটি সূত্র নিহতের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে মৃত ব্যক্তির নাম বিক্রম চাকমা (৩৯)। তিনি দীর্ঘদন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের চিফ কালেক্টরের দায়িত্ব পালন করে আসছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করার জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।