ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাদলের আসনে উপ-নির্বাচন ১৩ জানুয়ারি: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
বাদলের আসনে উপ-নির্বাচন ১৩ জানুয়ারি: ইসি সচিব

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের শূন্য আসনে (চট্টগ্রাম-৮ বায়ালখালী-চাদগাঁও) উপ-নির্বাচন আগামী ১৩ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর রোববার (০১ ডিসেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটের তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে মনোননয়নপত্র দাখিলের শেষ সময় ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার), বাছাই ১৫ ডিসেম্বর (রোববার), প্রত্যাহার ২২ ডিসেম্বর (রোববার)।

আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ জানুয়ারি।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৯২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে, শূন্য হওয়ার পরের ৯০ দিনের মধ্যে ভোটের আয়োজন করার বিধান রয়েছে। গত ৭ নভেম্বর তিনি মারা যান। তাই এ আসনে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে ইসির।

মঈন উদ্দীন খান বাদল ভারতের ব্যাঙ্গালুরুতে নারায়ণ হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে এ মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৬৭ বছর। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

সংসদ সচিবালয় আসটি শূন্য ঘোষণার পর থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এরইমধ্যে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রার্থী হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রধান আবুল কালাম আজাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরাও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

ইসির বাজেট শাখা জানিয়েছে, উপ-নির্বাচনের জন্য থোক বরাদ্দ আগে থেকেই আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ইভিএম ভোট হলে ব্যয় এক রকম হবে। আর ইভিএমে না হলে ব্যয় কম হবে।  

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ব্যয় ২ কোটি টাকার মতো হয়েছিল। সেখানে ভোট নেওয়া হয়েছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

১৩ জানুয়ারি সংসদীয় আসনটির উপ-নির্বাচন ছাড়াও বগুড়া জেলার দুপচাচিয়া পৌরসভা ও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের তফসিলও চট্টগ্রাম-৮ আসনের অনুরূপ।

পৌরসভা নির্বাচনটির রিটার্নিং কর্মকর্তা হিসাবে বগুড়ার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলার নির্বাচনটির রিটার্নিং কর্মকর্তা হিসাবে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। এই দুই নির্বাচনও ইভিএমে সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯/ আপডেট: ১৬২৩ ঘণ্টা
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।