রোববার (০১ ডিসেম্বর) বিকেলে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, রাফি আক্তার, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।
পলিটেকনিক ইনস্টিটিউট সূত্র জানায়, বিকেলে নওগাঁ পপলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল ৫টার দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার বিস্ফোরণে সাত শিক্ষার্থী আহত হন। শিক্ষক-শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নওগাঁ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মোট সাতজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুত্ব। যেহেতু আমাদের এখানে বার্ন ইউনিট নেই এজন্য তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। আর বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এনটি