রোববার ( ১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টিকরপুর গ্রামের কাস্টমস অফিসার বাবুলের বাড়ির পাশের একটি জঙ্গল থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানাধীন গালিমপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন শিকদার বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে টিকরপুর গ্রামের কাস্টমস অফিসার বাবুল সাহেবের বাড়ির পাশে একটি জঙ্গলে এক নবজাতক কান্না করছে বলে ওই গ্রামের আয়শা বেগম নামে এক নারী পুলিশকে জানান।
তিনি আরও জানান, শিশুটির অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) ওসি ও ইউএনও স্যারের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
আরএ